২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি সংস্থা বাষ্তব এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে জোবারপার হাইঙ্কুলের হলরুমে তিনটি ঙ্কুলের মোট ছয়শত ছাব্বিশ জন গরিব মেধাবী ছাএ ছাএী দের মাঝে বৃওি প্রদান করা হয়, এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হাশেম বলেন আমার এলাকায় একটি ভালো উদ্যোগ নেয়ার জন্য সুবাস মীস্ত্রি সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।এ সময় আরও উপস্থিত ছিলেন বাম্ভব এর পরিচালক প্রশাসন এ্যড মোঃ জামাল হোসেন,জোবারপার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সমদ্দার,রায়হান হাং,সুকদেব মীস্ত্রি,বিভিন্ম ঙ্কুলের শিক্ষক আগৈলঝাড়া উপজেলা প্রেসক্মাবের সভাপতি এইচ এম মাসুম,প্রচার সম্পাদক রানা হোসেন,সহ স্থানিয় নেতৃবৃন্দ