২৩ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গড়া সম্ভব নয়……….ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে : জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বরিশালের নবাগত পুলিশ সুপার মাদক নির্মূলের ঘোষণা দিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় সভা। আজকের ক্রাইম-নিউজ

বরিশালের নবাগত পুলিশ সুপার মাদক নির্মূলের ঘোষণা দিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় সভা। আজকের ক্রাইম-নিউজ

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

অদ্য ২৩-০২-২০২১ খ্রিঃ বেলা ১১.৪৫ ঘটিকায় বরিশাল জেলার আগৈলঝাড়া থানা চত্তরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, পুলিশ সুপার, বরিশাল মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বরিশাল, জনাব আব্দুর রইচ সেরনিয়াবাত(বীর মুক্তিযোদ্ধা)উপজেলা চেয়ারম্যান, আগৈলঝাড়া ও সভাপতি, আগৈলঝাড়া থানা কমিউনিটি পুলিশিং কমিটি, জনাব মলিনা রানী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা,জনাব সুনীল কুমার বাড়ৈ, সভাপতি, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ, জনাব আবু ছালে মোঃ লিটন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও আগৈলঝাড়া থানার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ইলিয়াস তালুকদার,জনাব
বিপুল দাস,জনাব মোঃ শফিকুল হোসেন টিটু,জনাব
মোঃ গোলাম মোস্তফা সরদার,
কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রব হাওলাদার অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল, জনাব মোঃ আফজাল হোসেন অফিসার ইনচার্জ গৌরনদী মডেল থানা বরিশাল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এবং সভার সভাপতিত্ব করেন সভাপতি হিসেবে উপস্থিত জনাব মোঃ গোলাম ছরোয়ার, অফিসার ইনচার্জ, আগৈলঝাড়া থানা। মত বিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন যে, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১-কে কেন্দ্র করে যাতে কোন সহিংসতার ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সর্বোপরি পুলিশকে জন-বান্ধব কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও আলোচ্য সভায় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),বরিশাল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সভাপতি, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগসহ আরো অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019