২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা বরিশালে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।
(২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুরু হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল বিভাগীয় কমিশনার।
এরপরই পুস্পমাল্য অর্পণ করেন বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
এর পর একে একে পুস্পমাল্য অর্পণ করেন বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার , বরিশাল মহানগর পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান , বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান , পুলিশ সুপার প্রমুখ।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল জেলা সিভিল সার্জন, জেলা আনসার কমান্ডার।
এছাড়া রাতেই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।