২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় এলাকার তীরে সুগন্ধা নদীতে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নৌকা তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার দিকে নলছিটি বন্দর থেকে উত্তর দিকে নদীর তীরে নৌকাটি ডুবে যায়।
এসময় নৌকায় থাকা ৩ জন মাঝির ২জন সাতার কেটে তীরে উঠলেও বৃদ্ধ নুরে আলম সিকদার নদীতে তলিয়ে যান। পরবর্তীতে তার সাথে থাকা নাতনীরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত নুরে আলম সিকদার(৬৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ডালমারা গ্রামের মৃত হাশেম আলী সিকদারের ছেলে। তারা মাটির তৈরি পাত্র বিক্রি করার জন্য নৌকায় করে নিয়ে যাচ্ছিলেন।