২২ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গড়া সম্ভব নয়……….ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে : জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ
ঝালকাঠি রাজাপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। আজকের ক্রাইম-নিউজ

ঝালকাঠি রাজাপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। আজকের ক্রাইম-নিউজ

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। বুধবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা পরিষদ চত্বর মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন এ মেলার উদ্বোধন করেন। ইউএনও মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি বিএইচ হারুন ভার্চুয়াল মাধ্যমে তার বক্তব্যে শস্যের বহুমুখিকরণ বিষয়ের গুরুত্ব দেন। তিনি বলেন ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, কেবল ধান চাষ করলেই হবে না সেই সাথে দরকার শস্যের বহুমুখীকরণ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে চাষিরা কৃষিতে ঝাঁপিয়ে পড়েছিল। সে দেশ আজ শুধু দানাশস্যে স্বয়ংসম্পূর্ণ নয়। হয়েছে খাদ্যউদ্বৃত্তের দেশে পরিণত। পাশাপাশি কমেছে আমদানি নির্ভরতা।
উপ-সহকারী কৃষি অফিসার আশিষ চৌধুরীর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আ: ছালাম, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়নের কৃষকগণ। এ মেলায় ১১ টি ষ্টল করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা চলবে আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত।সংশ্লিষ্টরা জানান, রাজাপুরে কৃষি প্রযুক্তি মেলা শুরু হওয়ায় স্থানীয় কৃষকেরা কৃষির প্রযুক্তি সম্পর্কে বিস্তার ধারণা নিতে পারবেন। মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তির সাথে পরিচয় হওয়া এসবের প্রতি আগ্রহও তৈরি হবে কৃষকদের মাঝে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019