২২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলায় কোভিট-১৯ ভাইরাসের টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা ¯^াস্থ্য কমপ্লে· টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) সর্বপ্রথম টিকা গ্রহণ করে এ কর্মসূচির শুভউদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, ¯^াস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল কাশেম, অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, বীরমুক্তিযোদ্ধা কমান্ড কাজী মাহমুদুর রহমান এবং সদর ইউ’পি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান এ টিকা গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত বীরমুক্তিযোদ্ধা, অন্যান্য অফিসের স্টাফ ও জনসাধারণকে টিকাদান কেন্দ্রে এসে সুরক্ষা নিবন্ধন করে কোভিট-১৯ এর টিকা গ্রহণের আহবান করেন।
উপজেলা ¯^াস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল কাশেম বলেন, প্রথম পর্যায়ে উপজেলার সামনের সারির ৪০ জনকে এ টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল জনসাধারণকে এ টিকা প্রদান করা হবে। #
জাবেদুর রহমান জাবেদ