২২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর জেরে বেরিয়ে আসছে রাজধানীজুড়ে মদ-মাদক-অসামাজিক কার্যকলাপের সংঘবদ্ধ আয়োজনের চাঞ্চল্যকর তথ্য। পাঁচদিন নিখোঁজ থাকা বান্ধবী নেহা আজিমপুর থেকে গ্রেফতারের পর খুলতে শুরু করেছে রহস্যের জট।
রাজধানীর বিভিন্ন জায়গায় সন্ধ্যা থেকে শুরু হয় এ ধরনের পার্টি। চলে ভোররাত পর্যন্ত। বড় বড় হোটেল এবং রেস্তোরাঁগুলোয় করা হতো আয়োজন। অনলাইনে সংগ্রহ করা হতো সদস্য।
পুলিশ জানায়, ডিজে পার্টির কথা বলা হলেও মদ, নানা ধরনের মাদকসহ কি মিলতো না সেখানে। অবাধে মেলামেশার সুযোগও মিলতো অবলীলায়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘ঢাকা শহরের অনেক মেয়ে বড় লোকের ছেলেদেরকে নিয়ে ডিজে পার্টিতে এবং বিভিন্ন ক্লাবে নিয়ে যায় যেগুলোর কোন লাইসেন্স নাই এবং বসার অনুমতিও নাই। কিছু কিছু জায়গায় আবার তারা ভাড়া নিয়ে মদের পার্টি করে। সেখানে তারা বাইরের থেকে মদ কিনে নিয়ে যায় এবং সারা রাত মদ খায় আর নাচানাচি করে ভোরবেলার দিকে পার্টি শেষ করে চলে যায়।’
এ ঘটনায় গ্রেফতার হওয়া তরুণ-তরুণীদের বেশিরভাগই পরিবার থেকে বিচ্ছিন্ন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
হারুন অর রশীদ বলেন, ‘এসব কিছুর মূল কারণ হচ্ছে আমাদের সমাজ এবং পরিবারের একটা বিচ্ছিন্নতা। যার কারণে এই উঠতি বয়সের ছেলে-মেয়ের অবৈধভাবে মদ কিনে। এবং সেই মদ খেয়ে কেউ অসুস্থ হচ্ছেন, কেউ মারা যাচ্ছেন।’
এ ধরনের অপতৎপরতায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে বলেও জানান তিনি।