২২ নভেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সবাইকে করোনা ভ্যাকসিন নেয়ার আহবান জানিয়েছেন।
আজ ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বরিশাল নগরীর এ্যানেক্স ভবনে আলোচনা সভায় এ আহবান জানান।
এসময় মেয়র বলেন, বরিশালে প্রথমে একজন ডাক্তার এই ভ্যাকসিন নিবেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডেই ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন বুথ খোলা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারী বরিশালে আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান করা হবে। বরিশালে ৩টি হাসপাতালে টিকা প্রদান করা হবে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল সদর হাসপাতাল, বরিশাল পুলিশ হাসপাতালে দেয়া হবে করোনা টিকা।
প্রথম ধাপে ৫৫ বছরের উর্দ্ধবষসীদের দেয়া হবে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রথম পর্যায়ে ১০ হাজার টিকা দেয়া হবে বলেও জানান মেয়র।