২২ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এম আই সুজন মিঞা,নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীতে ৬০ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন টিকা পৌঁছেছে। রবিবার(৩১ জানুয়ারি)দুপুরের দিকে টিকা বহনকারী একটি ফ্রিজারভ্যানে সিভিল সার্জন অফিসের ইপিআই ষ্টোরে সংরক্ষন করা হয়।এসব টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির,অতিরিক্ত পুলিশ সুপার(সদর)মোহাম্মদ সাইফুল ইসলাম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইমরুল মোজাক্কিন, জেলা ড্রাগ সুপার কাজি মহাম্মদ ফরহাদ প্রমুখ।
জানা গেছে,৬০ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকাতে ৬ হাজার ভায়াল রয়েছে।প্রতিটি কার্টুনে ১ হাজার ২০০ ভায়াল টিকা আছে।প্রতিটি ভায়ালে টিকা দিতে পারবেন ১০ জন।সে হিসাবে নীলফামারী জেলায় প্রথম দফায় ৬০ হাজার ব্যক্তিকে করোনা ভাইরাসের এই টিকা দেয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি দুই দফায় জেলার টেকনেশিয়ান,নার্স,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,পরিবার পরিকল্পনা ভিজিটরসহ সংশ্লিঠদের প্রশিক্ষণ দেবেন। এরপর জেলা স্বাস্থ্য কমিটি সিদ্ধান্ত নিয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে।জেনারেল সদর হাসপাতাল ও জেলার উপজেলা হাসপাতালের স্থাপিত বুথে দেয়া হবে।সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর কবির জানান, নীলফামারীতে আসা করোনার ভ্যাকসিন গুলো ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড আ্যাষ্ট্রাজেনের টিকা কোভিশিল্ড।আগামী ৭ই ফেব্রুয়ারির দিকে জেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হতে পারে।