২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তারই অংশ হিসেবে মানবিক পুলিশ সুপার খ্যাত জনাব মোঃ জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করে চলেছেন। মান্যবর পুলিশ সুপারের মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে তারই দুই সহকর্মী জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গায় কর্মরত এএসআই(নিঃ) মোঃ জামির আলী ও কনস্টবল মোঃ হারুণ অর রশীদ দামুড়হুদা থানাধীন চিৎলা গ্রামের সাইদুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধী মোঃ রাহিন (৩০)কে অদ্য ৩১.০১.২০২১ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৭.১৫ ঘটিকায় চিৎলা মোড়ে অফিসার ইনচার্জ, দামুড়হুদা থানার উপস্থিতিতে ০১ টি হুইল চেয়ার প্রদানের ব্যবস্থা করেন। এসময় রাহিন ও তার পরিবারের মুখে কৃতজ্ঞতার এক অকৃত্রিম হাসি ফুঁটে উঠে।
পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, তার সহকর্মীদের এমন মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে জনগনের কল্যাণে আত্মনিয়োগ করার আহŸান জানান। এছাড়াও তিনি বলেন সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।