২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। ২৮ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকানি সচিব শেখ রাসেল হাসান এই আদেশে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রী পরিষদের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেড হিসেবে নিয়োগ প্রদান করা হলো। মোহাম্মদ মিজানুর রহমান ২০১০সালের ১৪ সেপ্টেম্বর হতে ২০১১সালের ৩০অক্টোবর পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন সৎ ও মেধাবী এই অফিসার এরিমধ্যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্যণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
একই আদেশে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ জেলা প্রশাসক, হবিগঞ্জ জেলা প্রশাসক মো: কামরুল হাসানকে কুমিল্লা জেলা