২২ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম
মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) দপ্তরের নতুন অফিসের উদ্বোধন কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেন, মেহেরপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হবে। অন্য দেশের তুলনায় আমরা এখন অনেক এগিয়ে যাচ্ছি। গতকাল সোমবার দুপুরে শহরের বামুনপাড়া এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অফিসের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, দুটি বাধ তৈরী করা হবে মেহেরপুর অংশে। যার ফলে বৃষ্টির পানি আমরা বেধে রাখতে পাববো। মেহেরপুর অংশে ৩০ কিলোমিটার এবং চুয়াডাঙ্গা এলাকায় ২৬ কিলোমিটার নদী খনন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাশসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর পশ্চিমাঞ্চল বাপাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি, কুষ্টিয়া পওর সার্কেলের তত্ত্ববোধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর নিবার্হী প্রকৌশলী শাহিনুজ্জামান।এসময় সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।