২০ নভেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
ভেতরের কথা বাইরে কীভাবে আসে জানি না : সাকিব। আজকের ক্রাইম-নিউজ

ভেতরের কথা বাইরে কীভাবে আসে জানি না : সাকিব। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের বাকি প্রায় দেড় মাসের বেশি সময়। আগামী মার্চের মাঝামাঝি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। অথচ এর দেড় মাস আগেই খবর বেরিয়েছে, নিউজিল্যান্ডের মাটিতে সেই সফরে থাকবেন না দলের প্রাণভোমরা সাকিব আল হাসান।

সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা যেত অনেক। কিন্তু দেশের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের কাছে এ খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। সে কারণেই মূলত সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এ খবর।

কদিন আগেই তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিয়েছেন সাকিব। ওই সময়টায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে হবে তাকে। তাই আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন তিনি।

কিন্তু দলের ভেতরের এ খবর বাইরে চলে আসায় রীতিমতো বিস্মিত সাকিব। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জেতার পর এ বিষয় নিয়ে যেন একটু অসন্তোষই প্রকাশ করলেন দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। তবে তিনিও খোলাসা করে জানাননি, আদৌ নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন কি না।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ভার্চুয়াল প্রেস কনফারেন্স নিউজিল্যান্ড সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারটি নিয়ে সাকিব বলেন, ‘এ বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পর ভালোভাবে ধারণা করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে আসে, সেটাও আমি জানি না। টিম ম্যানেজম্যান্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই ভালোভাবে বিষয়টা (নিউজিল্যান্ড সফরে থাকা-না থাকা) বোঝা যাবে।’

এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরেই সিরিজসেরা পুরস্কার জিতেছেন সাকিব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ফিফটিতে ১১৩ রান ও ৬ উইকেট নিয়েছেন তিনি। নিজের পারফরম্যান্সের ব্যাপারে তার মূল্যায়ন, ‘যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভালো লাগত। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। ওভারঅল ব্যাটিং-বোলিং মিলিয়ে আমি খুশি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019