২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বরিশালের বানারীপাড়া উপজেলায় ২০০ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহসহ জমি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে বরিশালের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃশহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উপজেলার নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বানারীপাড়ার দু’শ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নিশাত শারমিন,থানার ওসি মোঃ হেলাল উদ্দিন,ইউপি সদস্য রাহাদ আহম্মেদ ননী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গৃহ ও ও ভূমিহীন পরিবারগুলো ভূমিসহ গৃহ পেয়ে উচ্ছ্বিসত। তাদের পরিবারে বইছে আনন্দের বন্যা। তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন