২০ নভেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :::-
আলমডাঙ্গা উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল সন্ধ্যায় এই জরুরী সভায় আলমডাঙ্গা উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সকল সদস্যের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উল্লেখ্য যে, কিছুদিন আগে রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অভিযোগে র্যাবের হাতে ঢাকায় গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা জনাব শেখ শরিফুল ইসলাম, সভাপতি জনাব এ্যাডঃ সিরাজুল ইসলাম লাল্টু, সহ-সভাপতি কাজী আলী আজগর সাচ্চু, সহ-সভাপতি প্রভাষক মিজানুর রহমান মিজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ সালাউদ্দিন গিলবার্ট, সাংগঠনিক সম্পাদক হাসান রেজা মুন্না, প্রচার সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক শেখ জুয়েল, সদস্য- শাহীন, সানিসহ আরো অনেকে। সভায় সিদ্ধান্ত মোতাবেক উক্ত সাধারণ সম্পাদক পদে সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান উজ্জ্বল।
উক্ত সিদ্ধান্ত চুয়াডাঙ্গা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি বরাবর পাঠানো হয়েছে।