২২ নভেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে বাংলাদেশ প্রেস ইনস্ট্রিটিউট (পিআইবি) এর উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় সার্কিট হাউজের সভাকক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষনা করেন। প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক কর্মচারী ফেডারেশনের মহাসচিব মতিউর রহমান , নিউইয়র্ক টাইমস এর ষ্টিংগার জুলফিকার আলী মানিক , প্রশিক্ষণ সমন্বয়কারি জিলহাজ উদ্দিন নিপুন , প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আবদুর রশিদ প্রমুখ। প্রশিক্ষণে জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী আক্কাস সিকদার। উদ্বোধন শেষে প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।