২২ নভেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) হিসেবে যোগদান করেছেন আলী আহমেদ । শনিবার দুপুরে তিনি নলছিটি থানায় উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে যোগদান করেন। বিষয়টি
নিশ্চিত করেছে জেলা পুলিশ সূত্র।
আলী আহমেদ গত ২০ নভেম্বর রাঙ্গাবালী থানা থেকে বদলি হয়ে ঝালকাঠি জেলা পুলিশে ৩ জানুয়ারি যোগদান করেন। এরপর পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নলছিটি থানার ওসি হিসেবে যোগদান করেন।
পটুয়াখালী থেকে সদ্য বিদায়ী এই পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালী থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও পুলিশি সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন।
নবগত ওসি আলী আহমেদ বলেন, জনগণের দরজায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।