২২ নভেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:::-
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার ঐতিহ্যবাহী কার্পাসডাংগা বাজরের বেশ কিছু গরীব ক্ষুদ্র ব্যাবসায়ী একাধীকবার আবেদন করেও ডি,সি,আর , না পাওয়ায় হতাশায় ভুগছে বলে জানা গেছে । সুত্রে জানাগেছে কার্পাসডাংগা বাজারে শত শত পাকা দোকান ঘর রয়েছে যাদের বেশিরভাগই প্রভাব শালী ও অব্যবসাদার, সরকারী হাট চান্দিনার প্রবেশ পথ সহ অলিগলি ডি,সি,আর দেওয়ায় বর্তমানে হাটবসার জায়গা নেই সড়কে হাট বসে।,মাথাভাঙা পত্রিকার বিক্রয় প্রতিনিধি সাহাবুল বলেছে দীর্ঘ দিনযাবত ডি,সি,আর নবায়ন করে যাচ্ছি কিন্ত জমি বুঝে পাচ্ছি না। ভুমিহীন পরিবার কদবানুর আভিযোগ সে তার বসত ভিটাও আঙ্গিনায় দুইটি দোকান ঘরের জন্য স্থায়ী বন্দোবস্ত ও একসনা ডি,সি,আরের আবেদন ২০১১, ২০১৮,২০২০ সাল সহ একাধীকবার চেষ্টা করেও ডিসিআর পাননি। নাম প্রকাশে অনইচ্ছুক বেশ কিছু ব্যাক্তি তারা নাপিতের দোকান, কাঠ মিস্ত্রি, চা বিক্রেতা সহ ক্ষুদ্র ব্যাবসায়ী তাদের ও
একই অভিযোগ তারা ১০ থেকে ১২ বৎসর যাবত একাধীকবার আবেদন করেও ডি,সি,আর নিয়ে বৈধ্য হতে পারছে না কিন্ত সেই দাগে অনেকে ডি,সি,আর নিয়েছে প্রভাব শালী
দোকানদাররা। ভুমিহীন, গরীবরা যাতে ব্যবসা করে সুন্দর ভাবে জীবনযাপন করতে পারে তার জন্য তদন্ত পূর্বক ডি,সি,আর দেওয়ায় ব্যবস্থা করতে চুয়াডাংগা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের আশুহস্তক্ষেপ কামনা করেছে অসহায় দোকানদাররা সহ সচেতন মহল।