২২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন লক্ষ্মীছড়ি উপজেলায় সেনা জোন পরিদর্শনকালে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ শীতার্ত মানুষের মাঝ কম্বল বিতরণ করছন।
১২ জানুয়ারি মঙ্গলবার সকাল জান সদর এ নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করন। এসময় লক্ষ্মীছড়ি জান অধিনায়ক ল: কর্ণল মা: জাহাংগীর আলম, লক্ষ্মীছড়ি জানর উপ-অধিনায়ক মজর মা: আমীর-উল-এহসানসহ অন্যান্য সনা অফিসারগণ উপস্থিত ছিলন।
লক্ষ্মীছড়ি সনা জান পরিদর্শনর সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জনারল মাহাম্মদ মায়াজ্জম হাসন বক্ষচারা রাপন করার পর বিশষ মানাজাত অংশ নন। এরপর তিনি সনাবাহিনীর বিশষ দরবার মিলিত হন এবং সবশষ বিকল বাইন্যাছড়া আর্মি ক্যাম্প পরিদশন করন। নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জনারল মাহাম্মদ মায়াজ্জম হাসন এর আগও তিনি সফলতার সাথ লক্ষ্মীছড়ি জান কমান্ডার হিসব দায়িত্ব পালনকালীন সময় সকল সম্প্রদায়র মানুষর কল্যাণ কাজ করার পাশপাশি সম্প্রীতি উনয়ন তাঁর অবদান ছিলা প্রসংশনীয়।