২২ নভেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার কুটিয়াল আন্দোলন ও ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা মধুচাক কনফেকশনারীর স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ হোসেন (৭৫) ঢাকার বাসাবোর বাসায় রোববার ভোর রাত ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,চার ছেলে,এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম ও বাদ মাগরিব চাখার ইউনিয়নের চিরাপাড়া গ্রামের আদনান হাফেজিয়া মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।