২২ নভেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।উন্নত প্রযুক্তিনির্ভর পাঠ ও পাঠবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলায় চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।পাঠ অধিদপ্তর,বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের আয়োজনে সোমবার (৪ জানুয়ারি)উপজেলা অডিটরিয়াম রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এ সময় প্রশিক্ষণ উপলক্ষে আলোচনায় বক্তব্য দেন, বস্ত্র ও পাঠ মন্ত্রনালয় অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহিদুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,নারী ভাইস-চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,পাঠ অধিদপ্তর নীলফামারীর মুখ্য পরিদর্শক বরজাহান আলী,নীলফামারী পাঠ অধিদপ্তরের পাঠ উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার,ডোমার-ডিমলা সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা মহিবুল রহমান লোহানী,ডিমলা উপ-সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকার প্রমুখ।
প্রশিক্ষণে একশত জন চাষী অংশগ্রহণ করেন।