২২ নভেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :::-
পুলিশের ভাবমুর্তি ফিরিয়ে আনতে দর্শনা থানা পুলিশ বিভিন্ন রকমের আইনি সেবা দিয়ে যাচ্ছে ওসি মাহবুবুর রহমান কাজল ।তার মধ্যে অন্যতম দালাল মুক্ত থানায় মামলা/ জিডি /অভিযোগ করতে কোন দালাল সাথে করে আসা লাগবে না। যে কোন পুলিশিং সেবা চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব: জাহিদুল ইসলাম এঁর নির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল নিরাশ্রয়া বাস্তবায়ন করে যাচ্ছে।
এ বিষয়ে সেবা দান কারি হাবিবুর রহমান প্রতিবেদক কে জানান, বেশ কিছু দিন যাবত জমিজায়গার বিষয় নিয়ে একটু সমস্যার মথ্যদিয়ে দিন পার করছিলাম। পরে স্থানীয় এলাকাবাসী আমাকে থানায় একটি অভিযোগ করতে বলেন, এলাকার মানুষ আরও বলে দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধু অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু হিসাবে জানেন। তিনি তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও তার বুদ্ধিমত্তা দিয়ে তার দায়িত্বরত এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের হাত থেকে মুক্ত, এবং অসংখ্য বিরোধের মিমাংসা করেছেন।
তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তিনি অবদান রেখেছেন।আমি এলাকাবাসীর কথা মত মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে দর্শনা থানায় অভিযোগ করার উদ্যেশ্যে যায়।।এ সময় হাবিবুর রহমান তিনি তার সমস্যার বিষয়টি কর্তব্যরত ডিউটি অফিসার কে জানালে ডিউটি অফিসার আমাকে থানার পুলিশ সদস্যা দিয়ে অভিযোগ লিখে আনতে বলেন। ডিউটি অফিসারের কথা মোতাবেক আমি একটি অভিযোগ লিখে এনে থানার ডিউটি অফিসারেরকে দিয় এবং আমি থানায় গিয়ে অনেক উপকার পায় । সেবাই যে পুলিশের ধর্ম সেটা আজ দর্শনা থানা পুলিশের কাছ থেকে প্রমান পেলাম, আল্লাহ পাঁক চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্যার ও দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল স্যারকে মঙ্গল করুন।
হাবিবুর রহমানের আবেগ আপ্লুত কথা শুনে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান কাজল কাছে জানতে চাইলে তিনি দৈনিক জাগো দেশকে বলেন, দর্শনা থানা দালাল মুক্ত থানায় অভিযোগ, জিডি, মামলা করার জন্য কোন দালাল সাথে করে আশা লাগবে না, আপনাদের যে কোন সমস্যা আমাকে জানান, বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটোজিং মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা। আমার কাছে ধনী-গরিব, রিক্সাচালকসহ সব শ্রেণিপেশার মানুষ সমান। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে। “পুলিশ জনতার এবং জনতা পুলিশের” আমি এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ কে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাচ্ছে।