২২ নভেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
–এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযান উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ ময়মনসিংহ এর আয়োজনে ভালুকায় র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে ।
সোমবার (০৪ জানুয়ারী) দুপুরে উপজেলার হবিরবাড়ী বিটের হাজির বাজার ক্যাম্পের গাদুমিয়া এলাকায় বন ভুমিতে প্রায় ২শত বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করা হয় ।
এ সময় ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন, উপ-অধিনায়ক ফজলে রাব্বি, সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, সমীর সরকার, বিভাগীয় বন কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান এস,এম আকরাম হোসাইনসহ র্যাব ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন ।