২২ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামের প্রতিবন্ধী এক মেয়ে দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। শর্তসাপেক্ষে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ঘটনা ধামাচাপা দিতে ১ লাখ ৬০ হাজার টাকার চেকের মাধ্যমে রফা করে নিয়েছে জৈনিক শিক্ষক। বিষয়টি নিয়ে এলাকায় টপ অব দি ভিলেজ পরিণত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের জনৈক প্রতিবন্ধী এক মেয়ে (২৫) দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হলে তিতুদহ গ্রামের জনৈক এক শিক্ষক অন্তঃসত্ত্বার ব্যাপারটি নিশ্চিত হতে বুধবার তার এক নিকটাত্মীয় দিয়ে সরোজগঞ্জ বিআরএম (প্রা.) হসপিটাল অ্যান্ত ডায়াগনস্টিক সেন্টারে ওই মেয়ের আল্টাসনোগ্রাম করায়। ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেয় মেয়েটি ৮ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
প্যাথলজিস্টির রিপোর্ট সাংবাদিকদের হাতে পড়লে নড়েচড়ে বসেন ওই শিক্ষক। অবস্থা বেগতিক বুঝে শুক্রবার ঘটনা ধামাচাপা দিতে শর্তসাপেক্ষে স্টাম্পে স্বাক্ষরের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকার চেকের বিনেময়ে বিষয়টি মিমাংসা করে নেন ওই শিক্ষক। প্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্ত্বা হবার গুঞ্জন নিয়ে টপ অব দি ভিলেজ পরিণত হয়েছে।
উল্লেখ্য, প্রতিবন্ধী ওই মেয়ে তিতুদহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। গুঞ্জন উঠেছে প্রতিবন্ধীকে বাচ্চা নষ্ট করার জন্য বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে মেয়েটিকে গোপনে অন্যত্র সরিয়ে রাখায় তার বর্তমান অবস্থানের ব্যাপারে কেউ মুখ খুলছে না।