২২ নভেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১জানুয়ারি বছরের প্রথম দিন শুক্রবার লক্ষ্মীছড়িতে উপজেলার মেজার পাড়া নামক এলাকায় কর্মহীন হতদরিদ্র ২৫ পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী।
এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যম্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এ ধারা অব্যহত থাকবে।
সেলাই মেশিন বিতরণকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন