২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসন, খাগড়াছড়ি: ২৪ আর্টিলারী বিগ্রেডিয়ার খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। ৩১ ডিসম্বর গুইমারা উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকার দুস্ত অসহায় ও শীতার্ত ৪৫০জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। বছরের শেষ দিন এসে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে ¯স্বাগতম জানানার মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ এ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিজিয়ন কমান্ডার।
শীতবস্ত্র বিতরনকাল ব্রিগডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলন, নতুন বছর বিভিন্ন অনুষ্ঠানর নামে অর্থ অপচয় না করে সবারই উচিৎ এ কনকন শীতে শীতার্তদের পাশ দাঁড়ানো। সবাই এগিয় আসল অন্তত কিছু অসহায় মানুষ শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে। এটাই বড় প্রাপ্তি ও নতুন বছরের শিক্ষা।
এসময় সিদুকছড়ি জান অধিনায়ক লঃ কর্ণল কাজী মাঃ কাওসার জাহান, রিজিয়নর জি.টু.আই মেজর মঈনুল আলম, গুইমারা সাব-জান কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদর সদস্য মমং মারমা, উপজলা চয়ারম্যান উষ্যপ্রæ মারমা’সহ সামরিক পদে¯ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলন।