২২ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুদীপ্ত সিংহ যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি অফিসিয়াল ভাবে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি মাগুড়া জেলার সদর উপজেলার হাজীপুর গ্রামের সুবোধ সিংহ’র ছেলে ও ৩৫তম বিসিএসের প্রশাসন ক্যাডার। এর আগে তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়,চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় ও জীবননগন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরর্ত ছিলেন। তিনি নতুন কর্মস্থলে উপজেলাবাসীর সহযোগিতা কামান করেছেন। এবং ভূমি সংক্রান্ত যে কোন বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করতে জানিয়েছেন।