২২ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
৩০ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচন কর্মকর্তা মো. রাজু আহমেদ প্রতীক ঘোষণা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম খলিল কে ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টি মনোনীত মোঃ ফিরোজ কে লাঙ্গল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল আলম কে মোবাইল প্রতীক বরাদ্দ দেন।
এছাড়া ৯ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংর¶িত ৫০ জন প্রার্থীর সবাইকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ। এদিকে প্রার্থীরা প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নামেন। নিজ নিজ প্রার্থীদের কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।