২২ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁধ / কোমর অপসারণের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) সকাল ১১টার দিকে শুরু হয়ে উপজেলার নদী সংলগ্ন প্রতিটি ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান।
অভিযানে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার লক্ষ্যে নদী থেকে অবৈধ বাঁধ, কোমরসহ অন্যান্য ডালপালা নদী থেকে তুলে পাড়ের মাটিতে রাখা হয়, যাতে করে নদীর স্বাভাবিক গতি, মাছ চাষ ও নৌকা চলাচলে কোন প্রকার বাধা সৃষ্টি না হয়।
অভিযানকালে সতর্ক করা সত্ত্বেও বাঁধ অপসারণ না করার অপরাধে উপজেলার সুবোলপুর গ্রামের সাইফুল (৩০) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। অভিযান পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী এবং দামুড়হুদা থানা পুলিশের একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।