২২ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
টিকটকের নামে গণধর্ষণ: দুই কিশোর জেল হাজতে। আজকের ক্রাইম-নিউজ

টিকটকের নামে গণধর্ষণ: দুই কিশোর জেল হাজতে। আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক
গাজীপুরের টঙ্গী থেকে টিকটকে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে ঢাকায় এনে গণধর্ষণের ঘটনায় দুই কিশোরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত মো. শিশির ব্যাপারী ও জুনায়েদ ইসলাম ফাহিমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ তোলা হলে মো. ইলিয়াস রহমান এ আদেশ দেন।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ ও নির্যাতনের শিকার কিশোরীর স্বজনরা জানান, ভুক্তভোগী স্থানীয় টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকটক সেলিব্রেটি পরিচয় দানকারী শিশির ব্যাপারীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে ভুক্তভোগীর। অভিনয়ের আশ্বাস দিয়ে ২৩ ডিসেম্বর বিকেলে টঙ্গী থেকে ওই কিশোরীকে ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যান অভিযুক্তরা। পরে একটি বাসায় আটকে তাকে গণধর্ষণ করা হয়।

কিশোরীর মায়ের সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ কিশোরী উদ্ধারে অভিযানে নামে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তিনজনসহ আরো কয়েকজনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
এদিকে ভিকটিমের দেয়া তথ্যে ঢাকার গেন্ডারিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান।
তিনি বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে তোলা হলে, আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019