২২ নভেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
পুলিশের ১৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার রয়েছেন। অপর তিনজন সহকারী পুলিশ সুপার পদে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদের মধ্যে পাঁচজন চলতি বছরের নভেম্বরে বদলির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বদলি করা হয়েছে। তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেসব এলাকায় নির্বাচন শেষে এই প্রজ্ঞাপনের নির্দেশ কার্যকর করা হবে বলে তাতে উল্লেখ করা হয়েছে।