২২ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল জোনে নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল। তিনি প্রকৌশলী সুশীল কুমার সাহা’র স্থলাভিষিক্ত হলেন। প্রকৌশলী সুশীল কুমার সাহা দীর্ঘদিন বরিশাল সড়ক জোনের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালনের পরে গোপালগঞ্জ জোনের দায়িত্ব গ্রহণ করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভকারী প্রকৌশলী ইকবাল বরিশাল জোনে যোগদানের আগে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে সড়ক অধিদপ্তরের প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। তিন সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন সড়ক বিভাগ এবং চট্টগ্রাম সড়ক সার্কেলের দায়িত্ব পালন করেন।
বরিশাল সড়ক জোনের দায়িত্ব গ্রহণের পর পরই তিনি দক্ষিণাঞ্চলের সুষ্ঠু সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখাসহ তা উন্নয়নে এ অঞ্চলের দুটি সড়ক সার্কেলের তত্বাবধায় প্রকৌশলী ও ৬টি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীদের দিক নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি তিনি চলমান প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।’