২২ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারীর প্রতিনিধি
২১- ডিসেম্বর) সোমবার বিকালে
নীলফামারীর ডিমলায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। হয়
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে (ওসি-তদন্ত) সোহেল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃতবিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা-সার্কেল) জয়ব্রত পাল, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, প্রমুখ।
উক্ত ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন খান, সেলিম সরকার লেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, ডিমলা সাংবাদিক বৃন্দ সহ উপজেলার ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ, ডিমলা থানার সকল পুলিশ অফিসার বন্দ।
আলোচনা শেষে পুলিশ সুপার নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব এড়াতে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।