২২ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদরের ছয়টি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর ফলে চেলাছড়া, লারমা পাড়া, পল্টনজয় পাড়া, হাপং পাড়া, খামার পাড়া ও বেলতলী পাড়ার প্রায় ছয়’শ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।
শনিবার দুপুরে চেলাছড়া গ্রামে গ্রামবাসীর উপস্থিতিতে আয়োজিত বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হচ্ছে। তারই আওতায় খাগড়াছড়ি জেলার প্রায় সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে।
তিনি জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষে সরকার প্রধানের অঙ্গীকার বাস্তবায়নে সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষকে ঐক্যবদ্ধ হবারও আহŸান জানান।
পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য অধ্যাপক নীলোৎপল খীসা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ¯^াগত সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পে-এর সহকারি প্রকৌশলী যতœ মানিক চাকমা।
সমাজকর্মী ও শিক্ষক আশাপ্রিয় ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা, শতরুপা চাকমা ও খোকনেশ^র ত্রিপুরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সভা শুরু হবার আগে বৈদ্যুতিক সুইচ টিপে বাতি জ¦ালানোর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।