২২ নভেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: বরিশালের ছাদ বাগানিদের মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত জাতের আখ এবং ভিয়েতনামী জাতের উন্নত মানের ড্রাগন চারা বিতরণ করা হয়েছে।
‘সবুজ কৃষি বরিশাল’ নামে একটি সংগঠনের ব্যানারে আজ শনিবার বেলা ১১টায় নগরীর পলিটেকনিক রোডে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলমের ছাদ বাগানে চারা বিতরণ করা হয়।
মো. খাইরুল আলম এই চারা বিতরণে পৃষ্ঠপোষকতা করেন। অনুষ্ঠানে নগরীর ৪০ জন ছাদ বাগানির মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত মানের আঁখ, ভিয়েতনামী স্ব-পরাগায়ন জাতের ড্রাগন চারা এবং উন্নত মানের টমেটোর বীজ বিতরণ করা হয়। এ সময় ‘সবুজ কৃষি বরিশালের’ প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান, ছাদ বাগানি শের-ই বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাইনুল ইসলাম হাসিব, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিবুল ইসলাম ও জাগুয়া কলেজের শিক্ষক নাসরিন সিরাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণের আয়োজন করায় অনেকেই ছাদ বাগানে উৎসাহিত হবেন বলে জানান সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান।