২২ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
–এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২০ পালন করেন বাংলাদেশ মানবাধীকার কমিশন ভালুকা উপজেলা শাখা।
১৬ ডিসেম্বর(বুধবার) ভোরে, মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ মানবাধীকার কমিশন ভালুকা শাখার সভাপতি, সাধারন সম্পাদক সহ সংগঠনের অন্যান্ন সদস্য বৃন্দ।
বিকালে পৌরসদরে বিভিন্ন রাস্তায় মাস্ক বিহীন পথযাত্রী, রিক্সা চালক, ভেন চালক, নানা পেশার মানুষের মাঝে মাস্ক বিতরন এবং করোনা সম্পর্কে সচেতন করেন মানবাধীকার কর্মিগণ।
সন্ধায় মানবাধীকার কমিশন কার্যালয়ে মুক্তিযুদ্ধের নানাদিক তুলেধরে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ, এসময় বাংলাদেশ মানবাধীকার কমিশন সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মিজানুর রহমান খোকনের সঞ্চালনায় সুন্দরভাবে আলোচনা শেষহয়, অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি শরীফ উল্লাহ পাঠান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, বদরুল আলম, আঃ সালাম, এস এম সুজন খান, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ আলীম লিটন, নির্বাহী সদস্য কাজল, জাহাঙ্গীর, আকাশ, সৈকত, বিল্লাহ, শেখ সাদী প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের শ্বরনে দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরনের করে অনুস্ঠানের সমাপ্তি ঘটে।