২২ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: মারণঘাতী করোনায় হতদরিদ্র জনগণকে স্ব-নির্ভর করার লক্ষে ৩৫ জনকে সরকারি-বেসরকারি উদ্যোগে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেকের হাতে শীতবস্ত্র, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
মুজিব বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে হতদরিদ্রদের হাতে ভ্যানসহ অন্যান্য উপহারসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার।
জানা গেছে- স্বাবলম্বী হতে প্রদান করা ৩৫টি ভ্যানের মধ্যে ১৫টি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এবং ২০টি ভ্যান দেওয়া হয়েছে উন্নয়ন সংস্থারগুলোর আর্থিক সহায়তায়।’