২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারীর প্রতিনিধি অদ্য ১৬-১২-২০২০ইং রোজ বুধবার
ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপরধ্বনী, উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরাল ও স্মৃতি অম্লানে পূষ্পমাল্য অর্পণ, দোয়া মুনাজাজ শেষে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। মহোদয় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, ওসি তদন্ত সোহেল রানা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায় আবু সায়েম সরকার প্রমুখ।
মহান বিজয় দিবসে স্মৃতি অম্লানে পুস্পমাল্য অর্পন শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ইউপি চেয়ারম্যান বৃন্দ, সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস, গার্লস গাইড, স্কুল-কলেজ, স্থানীয় সাংবাদিক বৃন্দ।