২২ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালের বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রত্যুষে
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতৃকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। বুধবার ১৬ ডিসেম্বর সকালে পর্যায়ক্রমে ডাকবাংলো চত্ত্বরে ও মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ের সামনে স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের
পাদদেশে পুষ্পার্ঘ অর্পন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি। এসময়
উপজেলা ও থানা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেণ। ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যগণও পর্যায়ক্রমে পুষ্পার্ঘ অর্পন করেণ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রেসক্লাব,, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও এনজিও’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম।