২২ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ার সীমান্তঘেষা মহানন্দা নদীর বরফগলা পানিতে পাথর তুলতে গিয়ে জাহিদুল হক (৫৩) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের বারঘরিয়া এলাকায় সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে ঘটনাটি ঘটেছে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সূর্যোদয়ের সময় নদীতে পাথর তুলতে যান তিনি। নদীতে নেমে কিছুক্ষণ পাথর তুলে তা টিউবে করে নদীর তীরে নিয়ে আসেন। কিন্তু এবার শীত মৌসুমে নদীর পানি বরফের মতো ঠান্ডা। পাথর তুলার সময় প্রচন্ড ঠান্ডায় অসুস্থ্য বোধ করলে কোন মতে তীরে এসে মাটিতে পড়ে যান। সেখান থেকে সঙ্গীয় শ্রমিকরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.আবু সিনহ্ মো. মুসফিকুর রহমান জানান, শীতের সকালে ঠান্ডা পানিতে পাথর তুলতে গিয়ে হৃদরোগে তিনি মারা গেছেন।
জাবেদুর রহমান জাবেদ