২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::-
“পুলিশের বিচরণ যেখানে” পাখিদের অভয়ারণ্য সেখানে”এ স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ফাঁড়ীর পাখির আবাসস্থল তৈরীর কার্যক্রম উদ্বোধনে এসপি জাহিদ হাসান”
চুয়াডাঙ্গা জেলার ৫টি থানা, একটি ফাঁড়ি ও ৩০টি পুলিশ ক্যাম্প ও ৩৯ টি স্থাপনায় পাখিদের অবাধ বিচরণে পাঁচ হাজার মাটির কলস ও বাঁশের খুপড়ি বেঁধে ২০-২৫ হাজার পাখির আবাসস্থল তৈরীর কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম
চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর নির্দেশনায় ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস উদ্যোগে ‘পুলিশের বিচরণ যেখানে, পাখিদের অভয়ারণ্য সেখানে’ এ স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার ৫টি থানা, একটি ফাঁড়ি ও ৩০টি ক্যাম্প ও ৩৯ টি স্থাপনায় পাখিদের অবাধ বিচরণে পাঁচ হাজার মাটির কলস ও বাঁশের খুপড়ি বেঁধে দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত নীড়ে বাস করতে পারবে ২০-২৫ হাজার বিভিন্ন প্রজাতির দেশী বিদেশী অতিথি পাখি।
অদ্য (১৪ ডিসেম্বর) সোমবার বেলা ১২:০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে থেকে গাছের ডালে কলস ও বাঁশের তৈরি পাখির বাসা (নীড়) বাঁধা কার্যক্রমেরর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম
উক্ত সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, টিআই(অ্যাডমিন) জনাব মোঃ ফকরুল ইসলাম, টিআই জনাব শাহাব উদ্দিন সহ জেলা পুলিশের কর্মকর্তাগন।