২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: পূনর্গঠন হল খাগড়াছড়ি পার্বত্য জলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালযর জারি করা এক পত্র খাগড়াছড়িত কংজরী চধুরীর পরিবর্ত মংশপ্রু চৌধুরী অপু জেলা পরিষদ চেয়ারম্যান। 
১০ ডিসম্বর বহস্পতিবার পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সজল কান্তি
বনিক স্বাক্ষরিত ৯ম অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবেব নিয়োগ পেয়েছেন মংসুইপ্রু চৌধুরী।
পুনর্গঠিত নতুন পরিষদ সদস্য হিসেবে পেয়েছেন বর্তমান পরিষদের নির্মলদু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, আশুতাষ চাকমা, মা.আব্দুল জবার, রম্রাচাই চৌধুরী, খাকনশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা এবং শতরূপা চাকমা।
নতুন সদস্য হিসব নিয়োগ পেয়েছেন শুভমংগল চাকমা, নিলাৎপল খীসা, মাঈন উদ্দিন, হিরণজয় ত্রিপুরা, মমং মারমা এবং শাহিনা আক্তার।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও ১৯৯৭ সাল সংশাধিত ১৬ক। (৪) উপধারা এবং ২০১৪ সাল সংশাধিত ২(২) উপধারায় প্রদত্ত ¶মতাবল সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদর অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করছে বল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা আদেশ বলা হয়।