২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিকে আটক করলেও ঘটনার পর পরেই চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী এলাকায় আলহাজ্ব তমিজ উদ্দিন কলেজের সামনে শালবাহান-ভজনপুর জিসি সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক ঐ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক নামে ওই বৃদ্ধ নিজেই সাইকেল চালিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে রাস্তায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
জাবেদুর রহমান জাবেদ