২১ নভেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় গত মঙ্গলবার রাতে স্বামীকে বেঁধে রেখে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণ করেছে ১৭ জন। রাজ্যটির রাজধানী রাচি থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাটিতে এ বর্বর ঘটনা ঘটে। গতকাল বুধবার গণধর্ষণের স্বীকার গৃহবধূটির স্বামী থানায় গিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে এফআইআর করেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়- সানথাল জোনের ডিআইজি সুদর্শন মণ্ডল ও জুমকা জেলার এসপি ঘটনাস্থল আম্বরলাকরা গ্রাম পরিদর্শন করে নির্যাতিতার জবানবন্দি গ্রহণ করেছেন।
বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ করে মাতাল ওই দুর্বৃত্তের দল।
৩৫ বছরের ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ধর্ষকদের মধ্যে একজনকে শনাক্ত করেছেন ধর্ষণের স্বীকার ওই নারী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।