২২ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় শ্রমিকলীগের নির্দেশে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ’র আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (০৯ডিসেম্বর) দুপুরে শ্রমিকলীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিকলীগ কার্যালয়ে এসে আলোচনায় মিলিত হয় ।
উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আ’লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুসহ অন্যরা ।
এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, শ্রমিকলীগের (সাবেক) আহবায়ক এ.বি,এম জিয়া উদ্দিন বাশার, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পলাশ মানিক, সড়ক পরিবহণ শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির,
জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এনামুল কবির খান,আ’লীগ নেতা আফজাল হোসেন মন্ডল, মুক্তিযোদ্ধা সন্তা কমান্ডা’র (সাবেক) আহবায়ক সাদেকুর রহমান তালুকদার, শ্রমিক নেতা সাজ্জাদ আহমেদ রাসেল, আপন শিকদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন