২২ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
-এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় জে, এস,সি ও এস,এস,সি তে, জি,পি,এ-৫(A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
৮ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ওয়াহেদ ফাউন্ডেশন কর্তৃক ৩২জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
প্রতি বছরের ন্যায় জি,পি,এ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১০হাজার করে টাকা তুলেদেন আলহাজ্ব এম এ ওয়াহেদ।
তিনি বলেন, যারা বৃত্তি পাওনি তারা অবশ্যই আগামীতে পাবে, মানুষের চেষ্টার মাঝেই সফলতা আসে।
এসময় আলহাজ্ব নুরুল ইসলাম বি এস সি’র সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক শাহ্জালালের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, সাবেক চেয়ারম্যান ও আংগার গাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান লস্কর, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, ৮নং ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ক্রিড়া ও যুব বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের সহকারী প্রভাষক ও সাবেক থানা যুবলীগ যুগ্ম সম্পাদক আতাউর রহমান কামাল, ডাকাতিয়া শ্রমিকলীগ সভাপতি আসাদুজ্জামান খান দুদু,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শাহ আলম সরকার, হাশেম আহমেদ, বাহাদুর ইসলাম স্বপ্ন সহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আংঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ২০জন এবং ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের ১২জন সহ মোট ৩২জন কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রত্যেকের মাঝে ১০হাজার টাকা করে মোট ৩২০০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।