২২ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে দলীয় কার্যালয় চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে শেষ হয়।
মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এইচ এমন জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও পৌর ৬নং ওয়ার্ডের কমিশনার আতিকুর রহমান শামীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দিপসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রমুখ।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে মৌলবাদী চক্রের বিষ দাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন। তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।