২২ নভেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌর এলাকায় ৫০টি রাস্তা ও ড্রেন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমীর হোসেন আমু।
পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্ব প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১০ বছরে ঝালকাঠি পৌর এলাকায় ব্যাপক উন্নয়মূলক কাজ হয়েছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি প্রকল্পের কাজের গুনগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।