২২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলার লালমোহনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক থেকে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।
এ সময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাঁই দেয়া হবে না। তাই সবাইকে কুচক্রী মহলের ষড়যন্ত্র রুখতে নিজ নিজ স্থান থেকে সর্তক থাকতে হবে।
এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদের আয়োজনে করোনাকালে সাধারণ মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।