২১ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে বখতাওয়ার ভুট্টো জারদারির বাগদান হয়ে গেল। দুবাইভিত্তিক ব্যবসায়ী পরিবারের ছেলে মাহমুদ চৌধুরীর সঙ্গে তার এই বাগদান হয়েছে।
করোনার (কোভিড-১৯) কারণে পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদের বাড়িতে শুক্রবার সীমিতসংখ্যক মানুষের উপস্থিতিতে আংটিবদল হয় তাদের। অনুষ্ঠানের অতিথির সংখ্যা ১৫০–এর মতো হবে, যা অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, শুক্রবার রাতের বখতাওয়ারের বাগদানের অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা, ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী, আইনজীবী, কিছু পার্লামেন্ট সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা পজিটিভ হওয়ায় পিপিপি প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন।